“যখন পুলিশ ছিলাম” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
পুলিশের চাকরি কেবল চোর-ডাকাত, গুন্ডা-বদমাশদের পেছনে ছুটে কষ্ট পাওয়া নয়, শীতের গভীর রাতের প্রচণ্ড ঠান্ডার কশাঘাতও সহ্য করতে হয়। অন্ধকারে সঁাতসেঁতে অপরিসর গলিতে মশার কামড় খেয়ে অপেক্ষা করতে হয়। দেশের এবং জনগণের সেবার জন্যে। এরকম বহু লােমহর্ষক ঘটনার বিবরণ নিয়ে একটি সুখপাঠ্য গ্রন্থ ধীরাজ ভট্টাচার্যের ‘যখন পুলিশ ছিলাম।