“সি/সি ও অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (সিডি সহ)” বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ:
সি একটি জনপ্রিয় প্রােগ্রাম ভাষা। বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রােগ্রামিং নামে নতুন প্রােগ্রাম কৌশলের বিকাশ ঘটে চলেছে। সি একটি অবজেক্ট অরিয়েন্টেড প্রােগ্রাম ভাষা, এ ভাষা সি এর বর্ধিত রূপ। সি কে বলা হয় আগামী দিনের ভাষা। বর্তমানে আমাদের দেশে সি এবং সি প্রােগ্রামিং এর দ্রুত প্রসার ঘটে চলেছে। এই পুস্তকে সি, সি এবং অবজেক্ট অরিয়েন্টেড প্রােগ্রামিং বিষয়ে বিশদভাবে আলােচনা করা হয়েছে। এই পুস্তকের কয়েকটি বৈশিষ্ট্য হলঃ উদাহরণের সাহায্যে সি ও সি ভাষায় প্রােগ্রামিং কৌশল উপস্থাপন। • অবজেক্ট অরিয়েন্টেড প্রােগ্রামিং বিষয়ে বিশদ আলােচনা। নমুনা ফলাফলসহ তিন শতাধিক সি/সি প্রােগ্রাম। • পাঁচটি পূর্ণাঙ্গ প্রজেক্টসহ সম্ভাব্য প্রজেক্টের তালিকা।