আমরা সবাই গল্প পড়তে, শুনতে ভালোবাসি। একটি ভালো গল্পের শিক্ষা থেকে যায় আজীবন। কিশোর বয়সে গল্পের প্রভাব আরো বেশি যা তাদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথের দিশা দিতে কিশোর বয়স থেকে বিনোদনের পাশাপাশি দিতে হবে নৈতিক শিক্ষা। ইসলামী গল্প সিরিজের প্রতিটি বইতে আছে একগুচ্ছ নৈতিকতার গল্প যা আপনার কিশোর বয়সী সন্তানের চরিত্র গঠনের উত্তম হাতিয়ার হবে ইনশাআল্লাহ্।