“রেবেকা, লর্ড এম্স্ওয়ার্থ” বইটি সম্পর্কে কিছু কথা:
ঘুম ভেঙে গেল আমার। বুঝতে পারলাম নিতান্ত বাস্তব যা তা-ই দেখেছি। স্বপ্নে। ম্যানডারলে সত্যিই এখন পরিত্যক্ত ধ্বংসস্তুপ। আগুনই ওকে ধ্বংস করেছে। ম্যানডারলে চলে গেছে । নিয়ে গেছে আমার সব নৈরাশ্য। ওখানে থাকতে যে আতঙ্ক, যে বেদনা পুঞ্জিভূত হয়েছিল আমার মনে, সব থেকে মুক্তি দিয়ে গেছে আমাকে। ধন্যবাদ ঈশ্বরকে! সেই ভয়ানক দুঃস্বপ্নের ইতি হয়েছে!
কিন্তু তারপর কি ঘটলো রেবেকার জীবনে! জানতে হলে পাঠককে অবশ্যই বইটি পড়তে হবে।