কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গল’ মঙ্গলকাব্যের ‘কালকেতু উপাখ্যান’ জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের বাংলা সম্মান ও এম, এ, ১ম পর্বের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। বইটিতে চন্ডীমঙ্গল কাব্যের সামগ্রিক পরিচিতি ও মূল-টীকাসহ কালকেতু উপাখ্যানের সরস আলোচনা সন্নিবেশিত হয়েছে।