ছড়া ও ছবির সহযোগিতায় অতি সহজে ছোট্টমণিদের ধারাপাত শেখানোর একটি সুন্দর প্রচেষ্টা নেওয়া হয়েছে বইটিতে। স্বাভাবিক ভাবেই আমাদের দেশের ছেলে-মেয়েরা অংকে কাঁচা। শুরু থেকেই আকর্ষণীয় করে শিখতে উৎনুক করে তোলার জন্য মনমাতানো ছড়া ও ছবি দিয়ে ধারাপাত পাকাপোক্ত করে শেখানোর জন্য বইটি অত্যন্ত উপযোগী।