ইংরেজি ও বাংলা এ দুই যুগ্ম ভাষায় রচিত দুই Twin Sister-এর Conversation-এর মাধ্যমে English শেখার এক অভিনব ও উৎকর্ষজনক (Interesting) পদ্ধতি অবলম্বন করেছেন লেখক বইটি রচনার ক্ষেত্রে। আমাদের ছেলে মেয়েরা মাতৃভাষার পাশাপাশি সহজ ও সরল ইংরেজি শিখতে পারবে। শিক্ষার ক্ষেত্রে এরূপ শেখার গুরুত্ব অপরিসীম।