এ উপন্যাস আসলে মিঠুর ডায়েরি। তারিখ আছে, সন নেই। ৩০ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত দৈনন্দিন খোলা খাতা। যার আদি অন্তের হদিশ মেলে না।
বহু তুচ্ছ বা গুরুত্বপূর্ণ ঘটনায়, বহু বৈপরীত্যে, অনেক অসহায়তায় গড়ে ওঠে যে দৈনন্দিন- মিঠুর ডায়েরি তারই সন্ধান দিয়ে যায়। সুখ-দুঃখময় মাস অপেক্ষা করে নতুন সময়ের। সার্থকতার ব্যর্থতার দায় নিয়ে জুলাই ডাকে অগাস্টকে, অগাস্ট ডাকে সেপ্টেম্বরকে। সেই ডাক সংকল্পে জড়ানো এবং প্রত্যাশাময়।