মাত্র ষোল বছর বয়স থেকে রবীন্দ্রনাথ শিক্ষা নিয়ে যে চিন্তা প্রকাশ করতে শুরু করেছিলেন আমৃত্যু তা অব্যাহত ছিল। আশ্রম বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সভা-সমিতিতে, বিতর্কে, বিদ্রোহ-বিক্ষোভে রবীন্দ্রনাথ শিক্ষা নিয়ে অবিরাম তার বক্তব্য প্রকাশ করে গেছেন। এ ছাড়াও সাহিত্য ও অন্যান্য বিষয়ে লিখতে গিয়েও বিভিন্নস্থানে শিক্ষা বিষয়ে মতামত দিয়েছেন। ড. শোয়াইব জিবরান পুরো রবীন্দ্র রচনা থেকে তন্ন তন্ন করে খুঁজে, অভিভাষণ, চিঠিপত্র, ডায়রি ঘেটে এই বইয়ের লেখাগুলো একত্র করেছেন। এখনও অনেক কিছুই বাকি রয়ে গেছে। তবুও বলা যায় রবীন্দ্র-সমুদ্র মন্থন করে শিক্ষা নিয়ে কবিগুরুর ভাবনার এই সংকলন অদ্বিতীয়।