ভূমিকা
পশ্চিমে আসতে না আসতেই কপাল খুলল টম জোন্সের । কপাল খূলল, নাকি মৃত্যু দুয়ার? হুড়-হুড় করে আসছে টাকা, এদিকে আসতে লাগল হত্যার হুমকি। পিদে হা্বুডৃবু খাওয়ার লোক নয় সে। রুখে দাঁড়াল । হয় মরবে, নইলে খুঁজে পাবে ওর স্বপ্নের খামার।
না জেনে যে রানশ কিনল রন ডেনভার, সে এলাকা নিয়ে ঝামেলা আছে। খুনিকে পালাতে দেখল, মানবতার জন্য ওই খুনির পক্ষ নিতে হলো। প্রতিপক্ষ হয়ে উঠল ভয়ঙ্কর মেক্সিকান দস্যু-সর্দার সরো। সঙ্গে রয়েছে প্রভাবশালী রানশ মালিক জন টেম্বলার ও নিষ্ঠুর গানম্যান ডেপুটি রেমিরেজ। তারা রন ডেনভারকে উৎখাত করতে চাইল ওর রানশ থেকে। কিন্তু কেউ জানত না, পালাবার লোক নয় রন -রুখে দাঁড়াল। শুরু হলো অসম কিন্তু ভয়াবহ লড়াই।ভূমিকা
সেই লোককে চাই জন লারসেনের। ওর বাগদত্তাকে খুন করেছে সে। একদিন একটা চিরকুট পেয়ে বুঝল ওই দস্যু-সর্দারকে পাওয়া যেতে পারে। মৃত্যু -দণ্ডপ্রাপ্ত পাবরো জানিয়ে দিল কোথায় আছে ওই দস্যু-দল। ভয়ঙ্কর বিপদসঙ্কুল অভিযানে বেরিয়ে পড়লে ডেনভার । শীঘ্রি টের পেল ,যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে কার্টারভিল শহরে ঈশ্বরের মত প্রতিপত্তিশালী।