একাত্তরের মুক্তিযুদ্ধ বিশ্ব ইতিহাসের এক অনন্য মহাকাব্যিক ঘটনা। প্রাবন্ধিক ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার, অনুবাদক প্রভৃতি অভিধায় লেখক মোহাম্মদ আবুবকর প্রচুর লেখালেখি করেছেন; তবে তাঁর অধিকাংশ লেখালেখিই মুক্তিযুদ্ধ বিষয়ক। মুক্তিযুদ্ধের মহাকাব্য ‘রক্তাক্ত জন্মভূমি’সহ একুশে বইমেলায় তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘একাত্তরের ডায়েরি’তে উঠে এসেছে লেখকের যুদ্ধদিনের ব্যক্তিগত টুকরো টুকরো স্মৃতিকথা এবং মুক্তিযুদ্ধকালে বিভিন্ন রণাঙ্গনে ঘটে যাওয়া, শত-সহস্র প্রকৃত ঘটনা-প্রবাহ। মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস একে বলা যাবে না তবে ইতিহাসের খ-াংশ প্রকৃত তথ্য-উপাত্তই এর মর্মকথা। প্রতিদিনের বাস্তব ঘটনা নিয়ে গ্রন্থ রচনা সহজসাধ্য নয়। লেখক ডুবুরির মতো সাগর তলে ডুব দিয়ে কুড়িয়ে এনেছেন কিছু মণি-মুক্তা এবং ডায়েরি আকারে তা তুলে ধরেছেন পাঠকের কাছে। আমি এ গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।