ফ্ল্যাপে লিখা কথা
কবিতা আশ্রম। তাবৎ সংস্কার এবং প্রথা আন্দোলনে সূর্যের মহত দ্বিধাহীন! ১ম গঠনকাল ২৮ অক্টোবর ২০১১ এবং ২য় গঠনকাল ০৬ মার্চ ২০১২ । দীর্ঘমেয়াদী লক্ষ্য (Vision) : কবিতাকে গণ-মানুষের ভাষায় পরিণত করা। স্বল্পমেয়াদী (Mission) :কবিতা আশ্রমের তরুণ কবিদের সাথে দুই বাংলার মুলধারা ও বিকল্পধারার সাহিত্য মাধ্যমগুলোর একটি পরিচয় ও সংযোগ সূত্র তৈরি করা! এই দুটি লক্ষ্যকে সামনে রেখে কবিতা আশ্রম কাজ করে যাচ্ছে নিরলস। আশ্রমের লেখকদের অংশগ্রহণে প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল ৪টা থেকে কার্জন হলের মাঠে নিয়মিত সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত হয়, যেখানে স্বরচিত লেখার পাশাপাশি বিখ্যাত কবিতাগুলো পাঠ এবং কবিতার বিভিন্ন গুরুত্বপূর্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আড্ডায় অংশগ্রহণকারী লেখদের কবিতা নিয়ে প্রতি মাসের ২য় ও ৪র্থ সপ্তাহে পাক্ষিক ভাঁজপত্র প্রকাশিত হয়। কবিতা্ শুনতে কিংবা নিছক আড্ডা দিতে অথবা ভাঁজপত্রে লেখা প্রকাশে আগ্রহী যে কেউ আশ্রমের শুক্রবারের আড্ডায় অংশ নিতে পারেন। কোন ধরাবাঁধা নিয়ম নেই, সাংগঠনিক সংবিধান নেই, সদস্য ফি নেই, সকল মতের সহাবস্থান ও উদ্যোমতা্ই কবিতা আশ্রমের মূল সৌন্দর্য! আশ্রম পরিচালনায় আছেন সুমন শর্মা, মাহির দায়ান,শুভ্র নীল, পরাগ, আজিজ, নীলকণ্ঠ অরণি, অন্তরা মিতু, সিপাহী রেজা, সৌভিক দা’। পৃষ্ঠপোষকতায় আছেন জুয়েল আরাফাত ও লিলুয়া চিরহরিৎ। ফেসবুক অফিসিয়াল পেজ www.facebook.com/kobita.asrom