ফ্ল্যাপে লিখা কথা
বাউল দর্শন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দর্শন। প্রত্যেক জাতিরই নিজস্ব কৃষ্টি ও সৃষ্টি আত্নমর্যাদার দাবি রাখে। বাঙালিসহ এ দেশে বসবাসরত ভিন্ন ভাষাভাষী নৃ-গোষ্ঠীর জীবন ও সমাজ-ইতিহাস ঐতিহ্যের গুণেই তো প্রাণবন্ত শিশুর প্রাথমিক শিক্ষা পুস্তগত নয় মাতৃগত আদি শিক্ষা। আর আদি শিক্ষাই আমাদের নিজস্ব দর্শন। অঞ্চলকেন্দ্রিক দর্শন আজও সমাজে প্রচলিত আছে তা অস্বীকার করার নয়। এ আধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও প্রতিটি জাতির ভিন্নতর আচার-আচরণ পরিচয় বহন করে। প্রমাণিত হয় তাদের প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি ধারণায় বড় হওয়া এবং তা মনেপ্রাণে লালন করা। তেমনই বাংলার প্রাণের সংস্কৃতি হলো হাজার বছর ধরে লালিত হওয়া লোকসাহিত্য। লোকসাহিত্যের মোহরসে গৌরবান্বিত বাঙালি জাতি।