“কাক ও কারফিউ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
কাক ও কারফিউ নাজিব ওয়াদুদের প্রথম গল্পগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এই গ্রন্থে সংকলিত আটটি গল্পে তিনি তার প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছিলেন। এই গ্রন্থ দিয়েই তিনি পাঠক-সমালােচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তাঁর গল্পের বিষয় প্রধানত বিত্তহীন এবং নিম্নবিত্ত জীবন। কিন্তু বাস্তববাদী, গণমুখী সাহিত্য বলতে যা বোঝায় তার লেখা তা নয়। স্থান-কাল-পাত্রের বাস্তবতাকে অতিক্রম করে তিনি এক শৈল্পিক বাস্তবতা সৃষ্টি করেন। একটি ছােট্ট ঘটনা, ধারণা কিংবা অনুভূতিকে অবলম্বন করে তিনি ধীরে ধীরে প্রবেশ করেন জীবন নামক এক বিশাল জটিল এবং রহস্যময় গভীরতায়। তিনি সেই শিল্পী যিনি জীবনের ভাঁজগুলি খুলে খুলে ধরেন, ছুঁয়ে ছুঁয়ে দেখেন তার প্রতিটি পরত, পাঠককে পৌঁছে দেন এক নবতর উপলব্ধির জগতে। এই গ্রন্থে সংকলিত আটটি গল্পে সমকালীন সামাজিক ও রাজনৈতিক জীবনের চালচিত্র এবং মনােভূমি উঠে এসেছে চমৎকারভাবে। তাঁর ভাষা উপমা-উৎপ্রেক্ষা-প্রতীক-রূপক সমৃদ্ধ, সাবলীল ও উপভােগ্য।