ফ্ল্যাপে লিখা কথা
কি নাম ?
আব্দুস সাত্তার
ওরা সাত ভাই। ও প্রাইমারি স্কুলে চাকরী করে। আমার আরও কিছু শোনার আগ্রহ জাগল। কিন্তু মনটা কেমন যেন আনচান করতে লাগল। পকেটে একটা ট্যাবলেট আছে। চায়ের কাপটা সিরাজের হাতে দিয়ে বুক পকেট থেকে ট্যাবলেট বের করে সিরাজকে বললমা এক গ্লাস পানি দে।
কে ভাবে হিমু ভাই?
আমি খাব।
আপনি না মাত্র চা খেলেন।
চা খেয়ে পানি খাওয়া যায়, এটা সমস্যা না । এছাড়া এটা কোরআন হাদীস না, সামাজিকতা। দে পানি দে। ট্যাবলেট খাব, মাথাটা সিন সিন ব্যথা করছে। কোথায় যে যাই কিছু বুঝতে পারছিনা। চেহারাটা বিমর্ষ হল । সিরাজ আমার দিকে তাকাল, ভয়াতুর তাকনো।