“আমি আশনা ও মংপ্রু” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘আমি আশনা ও মংপ্রু মুক্তিযুদ্ধ ভিত্তিক এক মানবিক দলিল । যার প্রতিটি পাতায় ছড়িয়ে আছে। জীবন ও ভালােবাসার অপরূপ কাব্য। একজন সাংবাদিকের জীবন সমৃদ্ধ মুক্তিযুদ্ধের এ উপন্যাসে এক নতুন মাত্রা সংযােজিত হয়েছে । ১৯৬৯-এর গণ আন্দোলন থেকে ১৯৭৬ পর্যন্ত এ উপন্যাসের সময়কাল । ত্রিভুজ প্রেমের এক অনবদ্য আলেখ্য ‘আমি আশনা ও মংপ্র’ উপন্যাসের নায়ক শান চৌধুরী । পেশাগত জীবনে একজন সাংবাদিক। মানবমানবীর প্রেম-বিরহ ও স্বদেশপ্রেম এ উপন্যাসের মূল উপজীব্য। শান চৌধুরীর জীবনে প্রেম আসে দু’বার । প্রথম এক ধনাঢ্য পরিবারের একমাত্র মেয়ে আশনা। পরবর্তীকালে মুক্তিযুদ্ধকালীন পার্বত্য অঞ্চল রাঙামাটির এক চাকমা তরুণী মংপ্রু। শান চৌধুরী এই দু’জনের মধ্যে কাকে বেছে নেবে?