“বঙ্গভঙ্গ ও বাঙালির ঐক্য?” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বঙ্গভঙ্গ ও বাঙালির ঐক্য ? গ্রন্থটির মূল কথা হল ১৯০৫ সালের অখণ্ড বাংলাকে ভাগ করা সম্পর্কে। লর্ড কার্জন ১৯০৫ সালে বাংলাকে ভাগ করেন। এই বিভাগকে কলিকাতাকেন্দ্রিক বুদ্ধিজীবীরা ব্রিটিশ শাসকদের কূটকৌশল বলে অভিহিত করেন এবং সহযােগিতা দেয় মুসলমান সম্প্রদায়। আসলে বক্তব্যটি ঠিক নয়। বঙ্গভঙ্গের কারণে পূর্ববঙ্গের প্রভূত উন্নয়ন হয়। এতে তারা ঈর্ষান্বিত হন এবং নানা রকম বক্তব্য দিতে থাকেন। অবশেষে ১৯১১ সালে বঙ্গ আবার এক হয়। যারা আদাজল খেয়ে বঙ্গভঙ্গের বিরােধিতা করেছেন তারাই আবার ১৯৪৭ সালে অখণ্ড বাংলার বিপক্ষে অবস্থান নেন। ১৯৭১ সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকতায় বাংলাদেশী। এই বিষয়কেন্দ্রিক নানা মতামত ক্ষুদ্র এ গ্রন্থটিতে তুলে ধরা হয়েছে।