ফ্ল্যাপে লিখা কথা
টিপ টিপ বৃষ্টি পড়ছে। ভেজা মাটিতে বসে পরে শাহান।পাশে পরে আছে তিন চারটি বনপাস্যুর মৃতদেহ । নিজের স্ত্রী মৃদুলা নিস্তেজ পরে আছে সামনে। শুরুটা ছিল সকাল বেলা। নিজে প্রস্তুতি নিয়ে মৃদুলাকে প্রস্তুত হতে বলে। বিয়ের পর শাহানের হাত ধরে এই শহরে এসেছে মৃদুলা। ওকে নিয়ে ঘুরে দেখানো হয়নি কিছু। তাই আজ মৃদুলাকে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে বের হলো সবুজের রাজ্যে ঘুরতে ।স্ত্রীকে নেয় সবুজের রাজ্যে ঘুরতে ফিরতে সন্ধা হয়ে যায়। রেস্ট হাউজ থেকে গাড়ি বের করে আনতে প্রথমেই একটা কাঠবিড়ালি গাড়ির চাকার নিচে পরলো। মৃদুলা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আবার কিছু দূর আগাতে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় । এবার শাহান চিন্তিত হয়ে পরেম ঘন বনের মধ্যে দিয়ে রাস্তা। রাত বাড়ার আগে শহরের রাস্তাতে ফিরতে হবে। তাড়াতাড়ি প্লাগ থেকে কার্বন ঘষে তুলে লাগিয়ে দিয়ে আবার যাত্রা শুরু করে। কিন্তু একটু আগাতে আবার বিপদ, একটা ব্যক্তির মৃতদেহ পরে আছে রাস্তায়। এখন শাহান কি করবে, লাশটা উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে, নাটি গাড়ি থামিয়ে লাশটাকে আগে সরিয়ে নেবে..। গল্পগুলো সব কল্পনাতে । আশা করি গল্পগুলো ভালো লাগাবে।