“শেক্সপীয়ার” বইটির সম্পর্কে কিছু কথা:
শেক্সপীয়র সাহিত্যিক। কালজয়ী নাট্যকারও। গ্রিক নাট্যকারদের যে তিনি একদিন ছাড়িয়ে যাবেন তা তিনি নিজেও হয়তাে জানতেন না। তার জীবন সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। একজন সামান্য চর্মকারের সন্তান শেক্সপীয়র। এই সামান্য মানুষের অসামান্য হয়ে ওঠার বিবরণ হচ্ছে এই বই। কাজী মহম্মদ আশরাফ প্রগতিশীল লেখক। তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে শেক্সপীয়রের জীবনী প্রণয়নে যে মহান দায়িত্ব পালন করেছেন, এ জন্য তাঁর প্রতি আমাদের ঋণ অপরিসীম। এ গ্রন্থ পাঠের মাধ্যমে শেক্সপীয়রের জীবন ও কর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা পেলেই আমাদের শ্রম সার্থক হবে। পরিশেষে এই গ্রন্থ প্রকাশের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।