১৮৭০ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ নর্মাল স্কুলের ছাত্র। ১৮৮০ খ্রিষ্টাব্দে বিলেত থেকে ফিরে আসেন। এর মধ্যে বাবার সঙ্গে হিমালয় গেছেন, মা সারদা দেবী মারা গেছেন, হিন্দুমেলায় কবিতা পড়েছেন, বোম্বেতে আনা তড়খড়ের সঙ্গে পরিচয় হয়েছে, আই.সি.এস. হবার জন্য বিলেত গেছেন, প্রকাশ করেছেন ‘ভানুসিংহের পদাবলী’, ‘ভিখারিণী’, ‘করুণা’, ও ‘কবি-কাহিনী’। ‘ভারতী’তে বেরিয়েছে ‘মেঘনাদ বধ’-এর সমালোচনা। এই বই এই সময়ের কাহিনী।।