বাবার নিষেধ অগ্রাহ্য করে দিয়া বিয়ে করে তার ভালোবাসার মানুষ কামরুলকে। সেই কামরুল যে একজন প্রতারক দিয়া তা জানত না। কামরুল চাকুরি না করে মানুষের সাথে প্রতারণা করে সংসার চালাত। দিয়ার বাবাও একজন আদম ব্যবসায়ী। ঘটনাচক্রে কামরুল আরেক প্রতারকচক্রের খাপ্পর পড়ে এবং জেলে যায়। দিয়া দিশাহারা হয়ে পড়ে। এ সময়ে তার বাবা দুবাই থেকে ফোন করে তাকে সমস্যা থেকে উদ্ধারের আশ্বাস দেয়। কিন্ত দিয়া জানতে পারে না কামরুল যে প্রতারকচক্রের খপ্পরে পড়েছে কী তাদের পরিচয় উপন্যাসটিতে পাঠক একজন ব্যক্তিমানুষের আশা নিরাশার চিত্র পাবেন।