ফ্ল্যাপে লেখা কিছু কথা
শমসের আলী হাটছে। বাড়িতে বাবা-মাকে রেখে এসে কিছুই ভালো লাগছে না। পথ চলতে হাজার মানুষের ভিড় ঠেলতে হয়। কেউ কাউকে চিনে না। কুশল বিনিময় হয় না। এই ঢাকা শহর দেখতে যত সুন্দর, জীবন তত সুন্দর না। আছে, থাকা-খাওয়া ও নিরাপত্তার সমস্যা। মায়ের হাতের বিছানায় শুয়ে দেখা স্বপ্নের ঠিক যেন বিপরীত পিঠ। কত স্বপ্ন মায়ের চোখে। সেই স্বপ্ন চোখের সামনে ভেসে হারিয়ে যায়। মানুষ যেই সমাজে মিশে, তাদের সাথে যেমন সবকিছু করে, স্বপ্ন দেখার বেলায়ও তাদের থেকে পিছিয়ে থাকে না এই শহর। তার যোগ্য হতে হয়। এমনি এক আলিম পাস তরুন শহরের লাল-নীল আলোতো রাঙায় নিজ জীবন। সেই জীবনের কিছু পথ নিয়ে লিখলাম।