যে কোন সমাজেই শিশু এবং কিশোর-কিশোরীরা স্বল্প বা অপরিণত বয়সের কারণে পারিপার্শিক জগতের বিভিন্ন দিক সম্পর্কে অজ্ঞ থাকে। এর ফলে তাদের ব্যক্তিত্বেও পরিপূর্ণ বিকাশ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়। শুধু তাই নয়, তারা নানা ধরণের বিরুপ পরিস্থিতির শিকারে পরিণত হতে পারে। দারিদ্র এবং সীমিত শিার কারণেও উন্নয়নশীল বা অনুন্নত দেশে ও সমাজে এ ধরণের বিপদ ও সংকট আরো ব্যাপক এবং মারাত্মক রূপ ধারণ করে।
শুধু অপ্রাপ্তবয়স্ক শিশু, কিশোর-কিশোরীরাই নয়, অনেক ক্ষেত্রে তাদের বাবা মা বা অন্যান্য অভিভাবকরা ব্যস্ততা, অনভিজ্ঞতা অথবা অবহেলার কারণে তাদেরকে যথাযথ আচরণ শেখাতে পারেন না, দিতে পারেন না সঠিক এবং যথার্থ দিক নির্দেশনা।
এ পরিস্থিতিতে নতুন প্রজন্মেও শিশু, কিশোর-কিশোরীদেও জন্য সহজ সরল দিক নির্দেশনার এবং জীবনে সঠিকভাবে চলার শিক্ষা ও জ্ঞান দানের জন্য বাস্তবভিত্তিক নির্দেশিকার আশু প্রয়োজন। জনাব সায়েদুল আরেফিন এই গুরুত্বপূর্ণ চাহিদা মেটানোর জন্য এক সাহসী এবং সময়োচিত প্রচেষ্টা ও উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের শিশু, কিশোর-কিশোরীদেও জন্য তিনি এই নির্দেশিকা রচনা করেছেন।