সপ্তদশ শতাব্দীর কবিতার সুর পরিব্যাপ্ত হয়েছে বিংশ শতাব্দীর কবিতায়। ঐ আন্দোলনের পুরোধ জন ডান সম্পর্কে টি. এস. এলিয়ট বলেছেন ভাষায় তিনি একজন সংস্কারক। কিন্তু ডানের কবিতার বৈশিষ্ট্য ভাষার চেয়ে বোধহয় বেশি তার বিষয়বস্তু। এ কবিতার অন্যতম আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এতে কবির উক্তি রূপান্তরিত হয়েছে বিমূর্ত সংলাপী বিতর্কে-যাকে বলা হয় আধিবিদ্যক। বলা বাহুল্য, বিশ্বের খুব কম কবিই ডানের মত সার্ধক প্রেমের কবিতা লিখতে সমর্থ হয়েছেন।