আধুনিক ইতিহাসের সর্বাপো নাটকীয় দুঃখজনক মর্মন্তদ ও ষড়যন্ত্রমূলক ঘটনা হচ্ছে ভারতবর্ষ নামক উপমহাদেশটির দ্বিখন্ডিতকরণ। ইতিহাসের এক ট্র্যাজিডি দ্বিখন্ডিত রক্তাক্ত ভারতবর্ষ। যে হিন্দু-মুসলমান সমস্যা পুঁজি করে বৃটিশ সরকার ভারত ভাগ করে তা যে তাদের বিভাজন নীতির পূর্ণ ও সুস্পষ্ট প্রতিফলন এ গ্রন্থে ফুটে উঠেছে।