ব্যষ্টিক অর্থনীতির মূল প্রতিপাদ্যকে এই বইটিতে উপযুক্ত যৌক্তিক কাঠামোয় সহজবোধ্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও উপস্থাপনার বিন্যাস এমনভাবে করা হয়েছে যে, এতে বিভিন্ন অনুপুঙ্খ নিজেদের বৈশিষ্টে ভাস্বর থেকেও বিষয়বস্তুর অখন্ড চিত্রটিকে ম্লান করেনি। আলোচনা মূলত: তত্ত্বের উপর হলেও এতে অনেক পরিচিত সমস্যার বিশ্লেষণে ব্যষ্টিক অর্থনীতির নীতিমালার প্রয়োগ দেখানো হয়েছে, যা তাত্ত্বিক বিশ্লেষণের বোধগম্যতাকে গভীরতর করবে। আলোচনাকে প্রাথমিক স্তর থেকে শুরু করে ক্রমান্বয়ে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে উচ্চতর স্তরের ছাত্রছাত্রীদের প্রয়োজন মেটানো ছাড়াও অনুসন্ধিৎসু সাধারণ পাঠকের নিকটও বইটি গ্রহণযোগ্য হবে। নতুন শৈলী ও আঙ্গিকে বাংলা ভাষায় রচিত এই বইটি সংক্ষিপ্ত পরিসরে ব্যষ্টিক অর্থনীতির একটি পূর্ণাঙ্গ পরিচয় প্রদানের প্রয়াস।