ঝঞ্চার পথে চলতে যাদ
ঝঞ্চার পথে চলতে যদি
সবাই ভয়ে মরে
ঈমান যার আছে সে কি
বসে থাকতে পারে।।
কেউ যদি না সঙ্গে থাকে
সবাই ছেড়ে যায়
তাই বলে কি তুমিও বন্ধু
মরবে নিরাশায়
মজলুমেরা ব্যাকুল হয়ে
ডাকছে যে তোমারে।।
পথে যদি ভ্রান্তি ছড়ায়
মুনাফিকের দল
জ্বালিয়ে নিও বন্ধু তোমার
ঈমানি বজ্রানল
জ্বালিয়ে নিও আলোর মশাল
একলা অন্ধকারে।।
লক্ষ মানুষ কান্দে দেখ
করুণা ভিক্ষা চেয়ে
চলছে লড়াই শোষক ভুখা
খেয়ে আর না খেয়ে
কোন দিকে তুমি লড়বে
নাকি মরবে হাহাকারে।।
আনিসুর রহমান শিপলূ