সাধারণ জ্ঞানের জন্য বিসিএস হয় না যাদের–
এমন অনেক বিসিএস পরীক্ষার্থীদের দেখেছি যারা অংক, ইংরেজি সব বিষয়ে ভালো করেও শুধুমাত্র সাধারণ জ্ঞানে ভালো দখল না থাকায় পিছিয়ে আসেন।
শুধু বিসিএস কেন অন্য যে কোন কম্পিটিটিভ পরীক্ষায়ও একই চিত্র দেখা যায়। তাই সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক সাধারণজ্ঞানে দখল বাড়াতে আজই সংগ্রহ করুন বইটি। কারণ সাধারণজ্ঞানে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে হয়। তবেই পুরোপুরি দখলে রাখা সম্ভব। এছাড়া আপনার যে বিষয়ে বেশি জোড় দিতে হবে সেটা দিয়েও প্রস্তুতি শুরু করতে পারেন।