“ডাক্তার ডাকার আগে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বিপদ-আপদের মুখােমুখি কী করব, কী করব না—সিদ্ধান্ত নিতে হয়। তখন দরকার হয় নির্ভরযােগ্য পরামর্শদাতার। ‘ডাক্তার ডাকার আগে’ গ্রন্থটি আমাদের সেই নির্ভরতা দেয়। হাজারটা আধিব্যাধিতে প্রাথমিক চিকিৎসা কোনটা, তার লক্ষ্মণরেখাটা ঠিক কোথায়, এসব নিয়ে সচেতন থাকা জরুরি। আড্ডার মেজাজে, গল্প বলার ভাষায় এই গ্রন্থে প্রকাশিত হয়েছে সাধারণ ও জটিল রােগের প্রাথমিক চিকিৎসার সবিস্তার আলােচনা এবং শরীর-মনের নানা সমস্যায় যুগযুগ ধরে প্রচলিত লােকচিকিৎসার নানা পদ্ধতির বিজ্ঞানসম্মত মূল্যায়ন। ব্যাধিজর্জর মানুষের প্রতি শুভার্থী স্বজনের কর্তব্যই যেন লিপিবদ্ধ হয়েছে গ্রন্থের পাতায়-পাতায়।