প্রস্তাবনার প্রথম অংশে আছে-
ফ্রাউ কেস্টনার আর তাঁর পুত্রের মধ্যে একটি বিবাদ। জার্মানির উচ্চতম পর্বতের দৃশ্য,গােটফ্রীড নামক একটি প্রজাপতি,কালাে-সাদা মেশানাে এক বেড়াল,কিছু শাশ্বত তুষার। শান্ত একটি সন্ধ্যাবেলা,এবং একটি স্বতঃসিদ্ধ প্রমিতি যে বাছুররা বড়াে হয়ে কখনাে-কখনাে ষণ্ডা হয়।