‘এক রমণীর যুদ্ধ’ বইয়ের কিছু কথাঃ
খুব দূরপাল্লার যাত্রা নয়। কলকাতা থেকে বারাণসী। ঘড়ি-ধরা সময় মনে নেই, সকাল সাড়ে ন’টা দশটায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রাত সাড়ে সাতটা আটটায় বেনারস পৌঁছে দেবে। তবে সেখানে এখন খুব কড়া শীত খবর পেয়েছি, তাই আমাদের মতো প্রবীণদের কাছে সাড়ে সাতটা আটটা একেবারে কিশোরী রাত্ৰিও নয়। বিশেষ করে ন’-দশ ঘণ্টার জার্নির ধাকলের পর নতুন জায়গায় গিয়ে পড়লে। কিন্তু সে জন্যে কারো মনে উদ্বেগ নেই। বয়স্করা রিজারভেশন টিকিটের সঙ্গে উষ্ণ স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতিও আগাম পেয়ে তবে এই যাত্রার শরিক হয়েছেন।
আমাদের এয়ার কনডিশনড চেয়ারকার কম্পার্টমেন্টের প্রায় সবটাই কবি কথাশিল্পী সমালোচক নাট্যকার মাসিক-সাপ্তাহিক পত্র-পত্রিকার সম্পাদক আর সাহিত্য অনুরাগী সাংবাদিকে ঠাসা। এছাড়া সিংগল-ফেয়ার ডাবল-জার্নির সুযোগ নিয়ে বেশ কিছু ভাবী কবি-সাহিত্যিকও বারাণসীর এই সভায় যোগ দিতে চলেছেন। এটা নিখিল বঙ্গ বা নিখিল-ভারত সাহিত্য সম্মেলন নয়….