“রবীন্দ্রসৃষ্টিলোক : নারকীয় প্রেমের স্বর্গ” বইয়ের পিছনের কভারের লেখা:
এটি লেখকের গবেষণা-গ্রন্থ। কিন্তু প্রচলিত রীতিতে মাত্র তথ্যস্তুপ আহরণেই লেখক নিজের দায়িত্ব নিঃশেষ করেননি।••এই আলােচনায় শ্রীমান জ্যোতির্ময় পূর্বচারী সমগ্র অভিমতের সমীক্ষা করেছেন, অলক্ষিত ও নতুন তথ্যাবলী আহরণ করেছেন এবং যুক্তিবাহিত তীক্ষ্ণ বিশ্লেষণের সাহায্যে নিজস্ব সিদ্ধান্তে পৌঁছেছেন। তার চিন্তার ঋজুতা ও নির্ভীকতাকে এই গ্রন্থের বিশেষ সম্পদ। রবীন্দ্রনাথের বিপুল প্রতিভা কালধারার সহযাত্রী—শেল্পীয়রদান্তে-গােয়টে-ভিক্তর য়্যুগো-মােলিয়্যার-তলস্তই-এর মতােই তাঁর বিস্ময় সহজে ফুরােবে না, অপরিচিত মহাদেশের মতাে তাকে বার বার আবিষ্কার করতে হবে। জ্যোতির্ময়ও সেই সন্ধিৎসুদের একজন। কিন্তু তিনি পদাঙ্ক অনুসরণ করেন নি, নিজস্ব পদক্ষেপ চিহ্নিত করেছেন। রবীন্দ্র-উপন্যাসের প্রথম পর্যায়’ বাংলা সমালােচনাকে সমৃদ্ধ করল।