মুমু ও টুনটুনি

৳ 120.00

লেখক সনজিত দে
প্রকাশক পঙ্খিরাজ
আইএসবিএন
(ISBN)
9789849027867
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪০
সংস্কার 1st Published, 2014
দেশ বাংলাদেশ

সনজিত দের লেখা শিশু-কিশোরদের মন ভরিয়ে দেয়। নতুন নতুন গল্প আর সুনিপুণ রচনাশৈলী তাকে আরো পাঠকপ্রিয় করে তুলেছে। ‘মুমু ও টুনটুনি’ তার একটি উল্লেখযোগ্য গল্পের বই। বইটিতে রয়েছে সাতটি গল্প। গল্পগুলো হলো―কিশোর মুক্তিযোদ্ধা, পরির রাজ্যে কণা, লোভী বাঘ ও শেয়াল, মুক্তিযুদ্ধের কিশোর কাহিনী, মুমু ও টুনটুনি, মা ও আমের গল্প এবং যুদ্ধের শেষে বাবা ফিরে।
বইটির কিশোর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের কিশোর কাহিনী, যুদ্ধের শেষে বাবা ফিরে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। নানা চরিত্র আর কাহিনির মধ্য দিয়ে উঠে এসেছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ইতিহাস শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে এই গল্পগুলো খুবই উপযোগী হবে। এ ছাড়া আমাদের পাঠ্য বইগুলোতে নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে, সেগুলো আরো ভালোভাবে অনুধাবন করতে এই গল্পগুলো সহায়ক হিসেবে কাজ করবে।
কেবল মুক্তিযোদ্ধাদের যুদ্ধ দিয়েই আমরা স্বাধীনতা পাইনি। এর পেছনে ছোটদেরও অনেক ভূমিকা ছিল। ছোটরা নানা রকম তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। এ ছাড়া অনেক যোদ্ধার খাবার এগিয়ে দিয়ে, লুকাতে সহযোগিতা করে কিংবা নিজের শরীরে বোমা নিয়ে প্রাণ উৎসর্গ করেছে শত্রæর ঘাঁটি উড়িয়ে দিয়ে। এসব ঘটনা পড়তে গেলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। অবাক হতে হয়। কত ত্যাগ আর কত বীরত্ব নিয়ে দেশমাতার জন্য লড়াই করেছে আমাদের দেশের সেই সময়কার শিশু-কিশোররা।
‘বাবার ফিরে আসা’ গল্পের শেষ কয়েকটি লাইন পড়লে বোঝা যায় যে কত মূল্যবান আমাদের এই স্বাধীনতা। ‘বাড়ি থেকে ফেরার পথে কে বা কারা অন্ধকারে চোখে-মুখে কাপড় মুড়িয়ে শ্বাসরুদ্ধ করে মুক্তিযোদ্ধা বাবাকে সেখানে মেরে ফেলেছে! পরদিন রাস্তায় বাবার লাশ পাওয়া যায়। হায়রে দেশ! যে বাবাকে শত্রæবাহিনীরা মারতে পারেনি, যুদ্ধকালীন অবস্থায়। দেশ স্বাধীন হল, স্বদেশীদের হাতে প্রাণ দিতে হল বাবাকে। এই কী তার প্রতিদান।…
বাবা শুয়ে আছেন চিরনিদ্রায়। যুদ্ধ এখনো শেষ হয়নি। স্বজাতি আলবদর, আলশামস, রাজাকারেরা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি। যুদ্ধ এখনো চলছে।’
হ্যাঁ যুদ্ধ এখনো চলছে। এ যুদ্ধ আমাদের জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবার যুদ্ধ। এই যুদ্ধ মেধাবী শিশু-কিশোর তৈরি করার যুদ্ধ। ইতিহাসের গৌরবোজ্জ্ব¦ল প্রেরণা নিয়ে বিশ্বের বুকে একটি উন্নত জাতি নির্মাণে আমরা সবাই একত্র হয়ে কাজ করব―এটাই হোক এ বই পাঠ শেষে আমাদের প্রত্যয়।

বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ