“হু কিলড মুজিব” উপমহাদেশে সর্বাধিক আলোচিত ও তত্ত্ব বহুল বই হু কিল্ড মুজিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পূর্বাপর ঘটনা বিশেষ করে কেন শেখ মুজিবকে খুন করা হলো এ বিষয়ে সর্বাধিক তত্ত্ব বহুল বই হু কিল্ড মুজিব। বইটির লেখক প্রবীন সাংবাদিক এ.এল. খতিব তৎকালীণ সিনিয়র রাজনীতিকদের খুবই কাছের লোক ছিলেন। ১৫ই আগস্টের পর দিল্লীতে যখন নিবাস ছিল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানা এবং জয় ও পুতুলের সেখানেও আগমণ ঘটতো লেখকের। খুব সম্ভবত এই বইটির জন্যই খুন হয়েছিলেন এ.এল. খতিব।