….নয়নের হাতের বৈঠা, তার কণ্ঠ জল তরঙ্গের মতোই বেজে উঠল নদী জলে। বলল, ‘না মনি না, ঐ তো নদীর কূল। তারপর তোমার সেই সর্ষে রঙা মাঠ। মাঠ পেরিয়ে আমাদের চন্দ্রপাড়া … খালের ওপরে একটা সাঁকো … অলৌকিক সাঁকো, যার ওপর দাঁড়িয়ে হাত বাড়ালেই চাঁদ। সেই সাঁকোর উপর দাঁড়িয়ে আমরা দু’জন কথা বলব… অনন্তকাল।’….. এটি বসন্ত বালিকা উপন্যাসের অংশ।