লেখক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক জীবনের সমস্ত পরিবর্তনগুলিতে সাড়া দেবার চেষ্টা আছে বর্তমান গল্পগুলিতে জাতীয় জীবনের অন্তর্ঘাতমূলক রাজনীতি, গণতন্ত্র, সাম্প্রদায়িক শক্তির উত্থান, যুদ্ধাপরাধের বিচার, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাটের মতো বিষয়গুলি তো আছে-ই, বিশ্বরাজনীতি, আমেরিকার আধিপত্যনীতি, বিশ্বায়ন, বিশ্বব্যাংক, দাতাগোষ্ঠী ও উন্নত দেশগুলির শিল্পায়নের ফাঁদে পড়ে ফাঁদে পড়া ঘুঘুর মতো আমাদের বাঁচার-চিৎকার আর তাদের করুণা ভিক্ষা এখন জাতি হিশেবে যেনো নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এসব যদি গল্পের বিষয় না করা যায়, তবে কী করে দায় শোধ হবে? গল্পগুলি এই প্রশ্নের জীবন্ত রূপ।