“খিলটুসের খপ্পরে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নান্টু মামা ভৌতিক উপন্যাসের রসদ নিতে গেলেন ঠনঠনিয়া গ্রামে। মামার সঙ্গে দীপও গেল সেই ভুতুড়ে জায়গায়। গিয়েই পড়ল ভয়ংকর জাদুকর খিলটুসের খপ্পরে। শুরু হলাে এক শ্বাসরুদ্ধকর কাহিনি… ছায়ার মতাে পিছু নিচ্ছে ভয়াল এক লাল কুকুর…ছড়ায় ছড়ায় মামাকে হুমকি দিচ্ছে বিচ্ছিরি এক দাঁড়কাক…উল্টো পায়ে হাজির হলাে গফুর…পিলপিল করে আসছে খুদে সাত শ সেনার দল… এমনি আরও চমক, রােমাঞ্চ আর শিহরণে ঠাসা পুরাে উপন্যাস।