তরুণ কবি মনজুর কাদের’র ‘অন্ধকারে ছায়া হারিয়ে যায়’ দ্বিতীয় কাব্যগ্রন্থ। তাঁর কবিতার অনুষঙ্গ নিসর্গ, প্রেম, চলমান জীবনের সংঘাত ও শিল্পে বিধৃত জীবন, যা আধুনিক সময়ের দ্বন্দ্বময়, সংরক্ত ও বহুবঙ্কিম অনুভবপুঞ্জের মর্মরে গাঁথা। ফলে, ‘স্মৃতিরা যে এতোটা অসহায় হতে পারে’ সে কথা কবি অনুভব করতেও কুণ্ঠিত হন। কার্যত জীবন-উদ্ভুত সংকটচৈতন্যকে চিহ্নিত করেন ‘ভগ্নাংশে তোমায় দেখি’ এই বাক্যবন্ধে। নাগরিক এই যুগযন্ত্রণা ভুলতে তাই তিনি নিসর্গের মুখোমুখি হন, কিন্তু লক্ষ্য করেন ‘পাখিরা এখন ভোলে গেছে উড়ালবিদ্যার ব্যাকরণ’। ফলত, কবি নিয়ত একা তাই তাঁকে খুঁজতে হয় ‘বিগত রাত্রির অভিমান, কীর্তনখোলার ঢেউ’।
এই সব স্বপ্ন, সময়, কল্পনা- কবির অতিসংবেদনশীল অন্তর্ময় অনুভবের মালা গেঁথে গেঁথে জড়ো হয় ‘অন্ধকারে ছায়া হারিয়ে’ যাওয়া চেতনায়।
উহ্যত আটপৌরে ধ্বনিগুচ্ছই মনজুর কাদের’র কাব্যস্পর্শে স্বপ্ন হয়ে কখনো দাহ হয়ে কিংবা যন্ত্রণা হয়ে ধরা দেয় কবিতাকল্পনালতায়।