ভূতদের সহজে মন খারাপ হয় না। সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করে। মন খারাপ হলে ওদের মাথামুণ্ডু ঠিক থাকে না। মাথা বিগড়ে যায়। তখন দুষ্টমির যত কূট-কৌশল আছে সবই চর্চা করতে থাকে। এই যেমন ছােট বাচ্চাদের কাঁদানাে। বাচ্চাদের রাগানাে। কেউ কোনাে ভালাে কাজ করতে থাকলে তার মনকে মন্দপথে চালিত করা। বাচ্চাদের মনে দুষ্টমির। নতুন নতুন ফন্দি জাগিয়ে তােলা। এসব না-করলে নাকি ওদের একটুও ভালাে লাগে না। দুষ্টমি করে ওরা মজা পায়। বেজার মন ভালাে হয়ে যায়। | কিছু সিরিয়াস ব্যাপার আবার ভূতদের মাঝেও দেখা যায়। এই যেমন মৃত্যুর ব্যাপারটা। মৃত্যু জিনিসটা ওদের মাঝেও আছে। যদি কারাে বাবামা মারা যায়। প্রিয় কোনাে বন্ধু-বান্ধব মারা যায়। তখন মন খারাপ নাহয়ে উপায় কী? মন আপনিতেই খারাপ হয়ে যায়।
কিন্তু ভূচংয়ের মন আজ একটুও খারাপ হল না। ভূচং হল একজন বাচ্চাভূত। তােমাদের যেমন বয়স ওরও তেমন। গােল আলুর মতাে গােলগাল চেহারা। গায়ের রঙ কুচকুচে কালাে। সারা শরীর পশুর মতাে লােমে ঢাকা। হাতির কানের মতাে বড় একজোড়া কান। দড়ির মতাে। চিকন চিকন হাত-পা। ফুটবলের মতাে গােল মাথা। মাথায় দুটো শিং। হাঁড়িমুখাে। গােল নাক। নাকে দুটো ফুটো। মূলার মতাে শাদা শাদা। দাঁত। কপালে কোনাে চোখ নেই। একটিমাত্র চোখ। তাও পেটের ঠিক মাঝখানে চোখটি দেখতে ক্রিকেট বলের আকার।