“বাঙালি জাতিসত্তা কয়েক হাজার বছরের পুরোনো; বাংলা ভাষাভাষী বাঙালি সংস্কৃতি বয়সও হাজার বছরের পুরোনো। বাঙালি জীবন ও সংস্কৃতি মুখ্যত গ্রামীণ, তাই খুবই স্নিগ্ধ, দীঘির স্বচ্ছ কালো জলের মতো। এই সংস্কৃতির গভীরতাও অতল, কিন্তু তরঙ্গোচ্ছ্বাস তীব্র নয়। বাঙালি-সংস্কৃতি ও মনন কীভাবে ধীরে ধীরে হাজার বছর ধরে প্রস্ফুটিত হয়েছে এবং তার সঙ্গে বিশ্ব-সংস্কৃতির যোগ কোথায়, এই গ্রন্থে তা-ই তুলে ধরার চেষ্টা করা হয়েছে সাতটি বক্তৃতার মাধ্যমে-বক্তৃতাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে। সহানুভূতিশীল পাঠক বাঙালির এই মুখ্যত গ্রামীণ সংস্কৃতি ও মননের মধ্যে এক সুপ্ত ঐশ্বর্যের সন্ধান পাবেন।
লেখক বিশ্বাস করেন, বাঙালি সংস্কৃতি এই সহস্রাব্দেই তার অসীম ঐশ্বর্যে পরিস্ফুট হবে।”