অচেনা মানুষ অজানা কথা বইয়ের পাতায় চড়ে মননশীল যে-কোনো পাঠক ভ্রমণ করে আসতে পারবেন হাজার বছর পেছনে থেকে লাখো বছর ভবিষ্যতে। শুধু অতীত বা ভবিষ্যত নয়, বর্তমানও আছে, আছে নানা দেশের বিচিত্র সব মানুষ, ঘটনা, কর্মযজ্ঞ, তাদের হাসি, কান্না, বেদনা ও বিরহের গানও। একদিন ‘উন্নয়ন’ ও ‘আধুনিকতা’র ধাক্কায় সোকোত্রা দ্বীপ হারাবে তার সমৃদ্ধ জীববৈচিত্র্য। চীনের জনশূন্য সুরম্য নগরীটি হয়ে উঠবে কোলাহলমুখর। পৃথিবীর ছাদ নামে পরিচিত পামিরের মানুষদেরইÑবা কী হবে, কে জানে! সময়ের হাত ধরে সবই বদলে যাবে। বদলে তো যাবেই, কিন্তু তাই বলে কোথাও-কি থাকবে না হারানো দিনের এতটুকু চিহ্ন! এই চিহ্নটুকুকে ধরে রাখতেই এই বই।