খুব সহজ করে বলতে গেলে, কিছু পরীক্ষা দিয়ে, আমেরিকার স্যারদের সাথে যোগাযোগ করে, ভার্সিটিতে এপ্লাই করে পড়তে চলে যাওয়া যায়। কিন্তু এটার ভেতরে অনেক খুঁটিনাটি আছে, যেগুলো সহজ করে গুছিয়ে বলা ছিলোনা কোথাও। তাই, NexTop-USA এর ফেসবুক পেইজে নোটস আকারে লেখা শুরু করেছিলাম। সেই গল্পগুলোকে বই আকারে হাজির করলাম আপনাদের সামনে। হ্যাঁ, গল্পই বটে। আমি নিশ্চিত, পড়ে শুধু যে তথ্য জানবেন, তা নয়। তথ্য জানার সময়টুকু বোরিং কেন কাটবে? যদি হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে যাওয়া যায়, তাহলে ক্ষতি কী? বইটার পৃষ্ঠা সংখ্যা বরাবর ১০০, এবং এমনভাবে সাজানো হয়েছে যাতে সহজেই সব খুঁজে পাওয়া যায়। মাত্র তিনটা চ্যাপ্টার, হায়ার স্টাডির রাস্তায় আপনার তিনটা স্টেজ নিয়ে। তিনটা চ্যাপ্টারের টাইটেলের মর্মার্থ আসলে এরকম – ১) সিদ্ধান্ত নিন, ২) কাজে নেমে পড়ুন, ৩) সফলতা অর্জন করুন। এই বইটা শেষ করলে যিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ব্যাপারে কিছুই জানেন না, তিনিও একজন দক্ষ কাউন্সিলর হয়ে উঠতে পারবেন।