প্রতিটি নারীই চায় আপন মহিমায় তার নিজস্ব চিন্তায় ও মননে সুন্দর ভাবে বসবাস। করতে। এই উপন্যাসের কিছু কিছু চরিত্র ও ঘটনা তারই বাস্তব প্রতিফলন। উপন্যাসে শুরুটা একটি ছােট শহরে। যেখানে সকালবেলা চাকুরির স্থলে যাওয়ার আগমুহুর্তে রাশেদ সাহেব ঘরের মধ্যে খােলা দরজার সামনে বসে অপেক্ষায় চেয়ে আছে মেয়ে নিলুফার সঙ্গে কথা বলার জন্য। মেয়ের সামনা সামনি হলে তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন কলেজে পড়াকালে কোন রকম অগ্রহনযােগ্য ঘটনা যেন না ঘটে। এই দৃশ্য থেকে ক্রমেই বিভিন্ন ঘটনার শাখা প্রশাখায় ছড়িয়ে পড়তে থাকে। দেখা যায় জীবনের জানা-অজানা চিত্র। এ সব চিত্র গ্রাম, মফস্বল ও শহরের মানুষদের ছুঁয়ে রাজধানীর আধুনিক সমাজের মধ্যেও দ্বন্দ্ব ছাড়িয়ে সুদূর প্রবাস পর্যন্ত বিস্তৃত।