“দ্য ডাবল” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ইতিহাসের শিক্ষক ৩৮ বছর বয়সী তাণ্ডুলিয়ানাে ম্যাক্সিমাে আফোনসাে নিজ শহরে রক্তের সম্পর্কহীন অবিকল ওরই মতাে আরেকজন লােকের বাস করার কথা জানার পর কী ঘটল? তারপর দুজনই পরস্পরকে নিয়ে তদন্তে নামার সিদ্ধান্ত নিল যখন? আমরা কে, কীভাবে জানতে পারি? পরিচয় দিয়ে কি বোঝাই আমরা? কোন জিনিসটা আমাদের ড্রিম, স্বতন্ত্র ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করে আমাদের মতাে অবিকল একই কণ্ঠস্বরের অন্য কাউকে কি আমরা মেনে নিতে পারব? আমাদের একান্ত আপনজনদের নজরে না। পড়েই কি তার সাথে অদলবদল করতে পারব আমাদের জায়গা? হােসে সারামাগাের গম্ভীর পরিহাসময় নতুন উপন্যাসটি অস্তিত্ববাদী থ্রিলারের মতাে পড়ার যােগ্য। কিন্তু এটা আমাদের জীবনের অনিবার্য প্রশ্নে মগ্ন করা সব উপন্যাসকে ছাড়িয়ে গেছে। একবিংশ শতাব্দীর নিশ্চিত ক্লাসিক।