“বঙ্গবন্ধু ও বাংলাদেশের অর্থনীতি” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের স্থাপতি ও স্বাধীন সর্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল শােষিতের গনতন্ত্র ও সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। বঙ্গবন্ধুর ৩৭ বছরের রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে বিভিন্ন বই ও নিবন্ধ রচিত হলেও তার অর্থনৈতিক দর্শন এবং সাড়ে তিন বছর দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে দেশের অর্থনৈতিক অর্জন সম্পর্কে যতটা না লেখা হয়েছে তারচেয়ে বেশি ব্যর্থতার অপপ্রচার হয়েছে। এই অপপ্রচারের জবাবে বিভিন্ন তথ্য উপাত্ত উল্লেখ করে পরিসংখ্যান ভিত্তিক ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের অর্থনৈতিক দর্শন এবং তাঁর অর্জন তুলে ধরার চেষ্টা করা হয়েছে বইটিতে। বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার সাড়ে তিন বছরের অর্থনৈতিক কর্মকান্ড সম্পর্কে নতুন প্রজন্ম যে ভ্রান্ত ধারণা আগে পেয়েছে, বইটি পড়ে তা দূর হবে এবং যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন বইটি তাদের উপকারে আসবে বলে আশা করা যায়।