নাটককার হিসেবে চন্দন সেন খুবই সামর্থ্য ধরেন, না হলে যে তালিকার শুরু মধুসূদন, দীনবন্ধুর মতােন ধ্রুপদী নাটককার দিয়ে, সেই তালিকার সর্বশেষ নাম হিসেবে তার নাম উঠে আসত না জনপ্রিয় নাটককারের তালিকায়। জনপ্রিয় হবার যে গুণগুলি একজন নাটককারের রচনায় থাকা প্রয়ােজন তার সবগুলি যাঁর রচনায় মেলে, তিনিই জনপ্রিয় হন।