অশিক্ষিত অপেক্ষা শিক্ষিতদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা এবং জীবনযাত্রার মান উন্নততর । অন্যান্য স্বাধীন দেশে, বিশেষ করে উন্নত দেশে লেখাপড়া করে শিক্ষিত শ্রেণী চান ধনী এবং প্রভাবশালী হতে ।’সমাজ ও দেশের জন্য এমন অবদান রাখতে চান, যাতে জীবনসায়াহ্ছে তারা তৃপ্তি বোধ করেন এবং সমাজও তাদের অবদান স্বীকার করে ধন্য হয়। চাকরি পাওয়া যত সহজ, প্রমোশন পাওয়া তার চেয়ে বেশি কঠিন। চাকরি হয় না, চাকরি হলেও পদোন্নতি হয় না। তদবির ছাড়া কিছুই হয় না। এ তিনটি সমস্যা কাল্পনিক নয়, নতুনও নয়। বাংলাদেশে এ সমস্যা অতি বাস্তব এবং যুগ যুগ ধরে বিরাজমান । শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এ সমস্যা । কিন্তু সমাধান নেই। সমস্যাটা এতো কঠিন ও জটিল যে, এর পুরো সমাধান হয়তো আমাদের জাতীয় জীবনে কোন দিনই হবে না।চাকরি সংক্রান্ত উপর্যুক্ত প্রশ্ন ছাড়া আরো বনু প্রশ্ন হতে পারে। কিন্তু এ প্রশ্নগুলোর জবাব পাওয়া যায় না। জবাব যাদের কাছ থেকে চাওয়া হয়, তারা তাদের – সুবিধানুযায়ী এবং বুঝমত জবাব দেন । ফলে যারা প্রশ্ন করেন তারা স্তুষ্ট হন না। নিরপেক্ষ জবাব পাওয়াও কষ্টকর । নিরপেক্ষ জবাবের চাহিদাও কম । হক কথা বড় তেতো, সত্য হলেও পছন্দ হয় না। পুস্তকটির প্রথম সংস্করণ বহু আগেই শেষ হয়ে গেছে ।এ পুস্তক চাকরিপ্রাপ্তি ও পদোন্নতি সমস্যায় জর্জরিত ব্যক্তিদের কিছুটা উপকারে আসবে । চাকরি এবং পদোন্নতি সমস্যা সংক্রান্ত মজলুম ব্যক্তিদের এ পুস্তক পাঠে কিছু উপকার হলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।