“ভারতের তীর্থে তীর্থে (২য় খণ্ড)” বইয়ের পিছনের কভারের লেখা:
তীর্থময় ভারতের আনাচে-কানাচে লুকিয়ে আছে ধর্মস্থান। রামকৃষ্ণ মিশনের সাধু হিসেবে কঠিন কর্মব্যস্ততার অবকাশে স্বামী অচ্যুতানন্দ ঝুলি কাঁধে তীর্থযাত্রা করেছেন বারবার। ঘুরেছেন ভারতের প্রান্ত থেকে ও প্রান্তে। তারই ফসল ভারতের তীর্থে তীর্থে গ্রন্থটির দ্বিতীয় খণ্ড। হিমালয়ের বদরিকা থেকে রামেশ্বর পর্যন্ত কত তীর্থক্ষেত্রের কাহিনি লেখক সহজ সরল ভাষায় সজীব করে পরিবেশন করেছেন। শুধু চোখের দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, লেখকের লেখার গুণে প্রতিটি তাহেরি ইতিহাস তীমাহাত্মা, লােকশ্রুতি, পুরাণ ও শাস্ত্রীয় ব্যাখ্যায় তীর্থক্ষেত্রগুলি পাঠকের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এই গ্রন্থের বিশেষ আকর্ষণ শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমাঝিরের সন্তানদের তীর্থভ্রমণ এবং মন্দিরে মন্দিরে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক বিবেকানন্দের ভারত ভ্রমণ নিয়ে এই আলোচনা সত্যিই অভিনব।