গ্রন্থটি ইতিহাস ধারার তবে ঝালকাঠি জেলাধীন রাজাপুর থানার একটি ছোট্ট পরিসরের অন্তত চারপুরুষ সময়কালের গুণীজনদের কাহিনির অন্বেষণরূপে এটি একাধারে এতদঞ্চলের একটি ঐতিহাসিক, সমাজতাত্ত্বিক ও সাহিত্য-সাংস্কৃতিক দলিল। বিশেষ করে এর দীর্ঘ ৫৬ পৃষ্ঠাব্যাপী ভূমিকাটি এতদঞ্চলের ইতিহাস বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের পা-িতিক বিশ্লেষণ।