“স্বাধীন বাংলার অভ্যুদয় এবং অতঃপর” বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ
কামরুদ্দীন আহমদ তাঁর গ্রন্থে ‘কৈফিয়ৎ’ দিতে গিয়ে বলেছেন…‘আমি পন্ডিত ব্যক্তির চেয়ে জ্ঞানী লােককে বেশি শ্রদ্ধার চোখে দেখি। আমি বৃদ্ধ পৌঢ় লােকের সঙ্গের চেয়ে যুব সম্প্রদায়ের সঙ্গ বেশি পছন্দ করি। কারণ যারা পণ্ডিত তারা পণ্ডিত্য দেখাবার জন্য অতীতের পণ্ডিতদের কথাগুলি আওড়িয়ে যায়, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে নতুন কথা বড় শুনি না। অন্যদিকে যারা বৃদ্ধ বা পৌঢ় তারা তাদের বিগত জীবনের ইতিহাস পর্যালােচনা করতেই ভালবাসেন- এদের দৃষ্টি অতীতের দিকে। আমি শুনতে চাই আগামী দিনের কথা-ভবিষ্যতের রূপরেখা। যারা বিগত দিনের মধ্যে বেঁচে থাকতে চায় তাদের আমি মৃত বলে মনে করি। মানুষের সুবেশ ও সুন্দর দৈহিক অবয়ব আমাকে আকৃষ্ট করে না ততটা যতটা করে মানুষের অন্তরের ঐশ্বর্য আর সংস্কৃতিবান মন। যদিও আমি জীবনের সায়াহ্নে আজ পরিশ্রান্ত। বায়রনের কথায় “My days are in the yellow leaf; The flowers and fruits of love are gone; The worn, the canker, and grif, Are mine alone”…
বর্তমান গ্রন্থ ‘স্বাধীন বাংলা অভ্যুদয় ও অতঃপর’ গ্রন্থে স্বাধীনতা পরবর্তী আমার দেখা কাহিনিগুলাের বর্ণনা দিতে চেষ্টা করেছি সাধ্যমত।